ঝালকাঠির কাঠালিয়ায় পুলিশের বাধায় ছাত্র দলের মতবিনিময় সভা পণ্ড হয়ে গেছে। গত মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার বাসস্ট্যান্ডে বিএনপির কার্যালয়ে ছাত্র দলের নেতা-কর্মীরা মতবিনিময় সভার আয়োজন করলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। পরে নেতা-কর্মীরা মতবিনিময় সভা না করেই চলে যান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাসেল মুন্সী, যুগ্ম আহ্বায়ক তানজিল হোসেন শান্ত, সদস্য হেলাল জমাদ্দার, তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা সিয়াম আহম্মেদ, মিথুন, তারেক প্রমুখ।
আহ্বায়ক কমিটির সদস্য ও ছাত্রদল নেতা হেলাল জমাদ্দার বলেন, ‘মঙ্গলবার বিকেলে কাঠালিয়া উপজেলার বাসস্ট্যান্ডে বিএনপির কার্যালয়ে আমরা মতবিনিময় সভার আয়োজন করি। কিন্তু পুলিশের বাধায় মতবিনিময় সভা না করেই চলে যেতে হয়েছে।’