নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের দলে থাকবে চমক—এমন ঘোষণা দিয়ে বেশ কৌতূহলের জন্ম দিয়েছেন জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। কাবরেরার গোপন চমকের কথা অবশ্য অনেকখানিই ফাঁস করে দিয়েছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি।
ভারতে রানার্সআপ হওয়া সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ দলটার কোচের দায়িত্বে ছিলেন পল স্মলি। স্মলির হাতে দলকে তুলে দেওয়ার আগে দলটার দেখভাল করেছেন কাবরেরা। রানার্সআপ হওয়া দলের একাধিক ফুটবলার বাংলাদেশ কোচের দৃষ্টি কেড়েছেন বলে জানালেন স্মলি। একাধিক সূত্রের খবর, অনূর্ধ্ব-২০ দলের দুই ফুটবলারকে ২৬ আগস্ট থেকে শুরু হওয়া ক্যাম্পে ডাকতে পারেন কাবরেরা। স্মলির কথাও ইঙ্গিত করে সেটাই। গতকাল সংবাদমাধ্যমকে স্মলি বলেছেন, ‘অনূর্ধ্ব-২০ ফুটবলারদের পারফরম্যান্স ইতিবাচক। এই দলটার কয়েক ফুটবলারকে হাভিয়ের দলে ডেকেছে। দলটাকে নিয়ে আমি সন্তুষ্ট।’