চোখের সমস্যা নিয়ে গতকাল সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণ নিয়েছেন সাকিব আল হাসান। বিশ্বকাপ থেকে এই সমস্যায় ভুগছেন বাংলাদেশ দলের অধিনায়ক। বিসিবি সূত্র জানিয়েছে, গতকাল সিঙ্গাপুরে চোখের তিনটি পরীক্ষা হয়েছে এই অলরাউন্ডারের।
বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছে, সাকিবের অস্ত্রোপচার নাকি অন্য কোনো চিকিৎসায় সমাধান হবে, সেটি আজই জানা যাবে। এদিকে সাকিবকে নিয়ে চিন্তায় বিপিএলে তাঁর দল রংপুর রাইডার্স। বিশ্বসেরা অলরাউন্ডার কবে মাঠে ফিরবেন, সেটি চিকিৎসার ধরনের ওপর নির্ভর করছে।
সাকিবের চিকিৎসার ব্যাপারটি পুরোপুরি বিসিবির তত্ত্বাবধানে হচ্ছে। গতকাল রংপুরের কোচ সোহেল ইসলাম তাই বলতে পারেননি কবে থেকে তাঁরা সাকিবকে পাবেন, ‘ওর ব্যাপারটা বিসিবির মেডিকেল বিভাগ দেখছে। এটা ওরা আরও ভালো বলতে পারবে। আসলে আমাদের কোর্টে বল নেই। এখন সবকিছুই ক্রিকেট বোর্ড দেখছে। তারা যেভাবে দিকনির্দেশনা দেবে, আমরা সেভাবেই দেখব।’