হোম > ছাপা সংস্করণ

১৮ বছর পর বড় পর্দায় ফিরছেন অপি

বিনোদন প্রতিবেদক, ঢাকা

অবশেষে ভাষার মাসে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মায়ার জঞ্জাল’। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক জসীম আহমেদ। মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোট গল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। নির্মাণ করেছেন ভারতের ইন্দ্রনীল রায় চৌধুরী। দুই বাংলায় একই সঙ্গে মুক্তির প্রত্যাশা করছেন সিনেমাটির প্রযোজক ও বাংলাদেশি নির্মাতা জসীম আহমেদ। এর অংশ হিসেবে সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে।

মায়ার জঞ্জাল দিয়ে ১৮ বছর পর বড় পর্দার ফিরছেন অপি করিম। তাঁর চরিত্রের নাম সোমা। মেয়েটি কলকাতার। সে বিবাহিতা। বেকার স্বামী আর একমাত্র সন্তানকে নিয়ে তার সংসার। সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে আর সংসারের খরচ জোগাতে চাকরি করে সোমা। তার স্বামী চাদু চরিত্রে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ ছিল অপি করিমের প্রথম চলচ্চিত্র। এরপর আর বড় পর্দায় দেখা যায়নি তাঁকে।

‘মায়ার জঞ্জাল’ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নাট্যদল প্রাচ্যনাটের সোহেল রানা (সত্য), কলকাতার অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ (বিউটি), ব্রাত্য বসু (গণেশ বাবু) প্রমুখ। সিনেমার শুটিং হয়েছে ঢাকা ও কলকাতায়।

সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার ও মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইউরোপিয়ান প্রিমিয়ার হওয়া সিনেমাটি ইতিমধ্যেই বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার জিতেছে। পাশাপাশি বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে দর্শক ও সমালোচকদের।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন