সনি আজাদ, চারঘাট
অসময়ে পদ্মার পানি বাড়ায় রাজশাহীর চারঘাট উপজেলার নদীতীরবর্তী বিস্তীর্ণ নিম্নাঞ্চলের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভুট্টা, পেঁয়াজ ও কলাই খেত তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আরও এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত সোমবার দুপুর ১২টা থেকে গতকাল মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত তিন সেন্টিমিটার পানি বেড়েছে। আগের ৪৮ ঘণ্টায় পানি বেড়েছিল ১৪ সেন্টিমিটার। গতকাল দুপুর ১২টায় রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৪০ মিটার।
জানা যায়, প্রতিবছর অক্টোবর মাসের শেষ দিকে পদ্মা নদীর পানি কমে যায়। তখন নদীর তীরবর্তী জেগে ওঠা চরের পলিমাটিতে স্থানীয় কৃষকেরা আবাদ শুরু করেন। অল্প সার ও কীটনাশক ব্যবহারেই সেখানে ভালো ফসল উৎপাদন হয়, যা স্থানীয় কৃষি ও অর্থনীতিতে বড় অবদান রাখে। অথচ এই বছর হঠাৎ করে পদ্মার পানি বাড়ায় চরের কৃষকদের স্বপ্ন নষ্ট হতে বসেছে।
সরেজমিনে দেখা যায়, চারঘাট পৌরসভার গোপালপুর, চন্দনশহর এলাকাসহ ইউসুফপুর ইউনিয়নের কিছু এলাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভুট্টা, পেঁয়াজ ও কলাই খেত নদীর পানিতে তলিয়ে গেছে।
চারঘাট পৌরসভার গোপালপুর গ্রামের পেঁয়াজচাষি রায়হান ইসলাম বলেন, পদ্মার পানি নেমে যাওয়ার পর জেগে ওঠা চরে তিনি এই বছর ৭ বিঘা জমিতে পেঁয়াজের চাষ করেন। কিন্তু হঠাৎ করে পানি বাড়ায় প্রায় ৪ বিঘা জমির পেঁয়াজ ডুবে গেছে। পানি বাড়া অব্যাহত থাকলে বাকি জমির পেঁয়াজও তলিয়ে যাবে।
একই এলাকার আরেক চাষি খাইরুল ইসলাম বলেন, পাঁচ বিঘা জমিতে তাঁর আবাদ করা ভুট্টার পুরোটাই এখন পানির নিচে। কীভাবে ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন বুঝতে পারছেন না তিনি। তাঁর মতো অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এ প্রসঙ্গে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক বলেন, সাধারণত অক্টোবর মাসের শেষ পর্যন্ত পদ্মায় পানি বাড়ে। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে কয়েক বছর ধরে নভেম্বরেও পানি বাড়ছে। এক সপ্তাহ ধরে পদ্মায় পানি বাড়া শুরু হয়েছে। এই পানি বাড়ায় বন্যার আশঙ্কা নেই। তবে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলের ক্ষতি হতে পারে।
ফসলের ক্ষয়ক্ষতির বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন নাহার বলেন, নদীর তীরের জেগে ওঠা চরে সবেমাত্র পেঁয়াজ, কলাই, ভুট্টাসহ যাবতীয় সফল চাষ শুরু হয়েছে। এ সময় নদীর পানি বাড়ায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি। মাঠে কর্মকর্তারা কাজ করছেন। দু-এক দিনের মধ্যে তথ্য পাওয়া যাবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।