কক্সবাজারের কুতুবদিয়ার সন্তান তানজিলুর রহমান ও আরিফ উল্লাহ। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি হয়েও তাঁরা পিছিয়ে পড়েননি, এগিয়ে চলেছেন জোর কদমে। এবারও তাঁরা বাংলাদেশ দলের হয়ে তৃতীয় ব্লাইন্ড টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছেন।
গত রোববার বাংলাদেশ দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দলের সঙ্গে দিল্লি পৌঁছান কুতুবদিয়ার এই দুই কৃতী সন্তান। বিশ্বকাপে খেলা তাঁদের জন্য নতুন নয়, এর আগেও তাঁরা দেশের হয়ে একাধিক বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন।
তানজিলুর রহমান কুতুবদিয়ার মনোহরখালী গ্রামের আলী আহমদের ছেলে। তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে এক দশকেরও বেশি সময় ধরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে আসছেন। বর্তমানে তানজিল স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে শিক্ষকতা করছেন।
একই গ্রামের আরিফ উল্লাহ ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন। তিনি পেশায় একজন স্বাস্থ্যকর্মী। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যকর্মী।
অলরাউন্ডার তানজিলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এটা কঠোর পরিশ্রমের ফসল।’
আরিফ উল্লাহ বলেন, ‘এটা আমার শেষ বিশ্বকাপ। আমি আমার সেরাটা দিতে চাই।’