হোম > ছাপা সংস্করণ

কয়লার সংকটে আজ থেকে উৎপাদন কমছে

দিনাজপুর প্রতিনিধি

সারা দেশে চলমান বিদ্যুৎ সংকটের মধ্যে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কমিয়ে আনা হচ্ছে। কয়লার মজুত কমে যাওয়ায় আজ শুক্রবার থেকে বিদ্যুৎ উৎপাদন হ্রাস করে কেন্দ্রটি চালু রাখা হবে।

নতুন ফেজ তৈরি ও উন্নয়নকাজের জন্য বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদন বন্ধ থাকায় গত তিন মাস ধরে মজুত কয়লা দিয়ে বিদ্যুৎকেন্দ্রটি চালানো হচ্ছে।

খনি কর্মকর্তারা বলছেন, আগস্টের মাঝামাঝি থেকে নতুন করে কয়লা উৎপাদন শুরু হবে। বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে মজুত কয়লা দিয়ে কেন্দ্রটি জুলাইয়ের তৃতীয় সপ্তাহ পর্যন্ত চালু রাখা যাবে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে ১২৫ মেগাওয়াটের দুটি ও ২৭৫ মেগাওয়াটের একটি ইউনিট আছে। এই তিন ইউনিট একসঙ্গে চালাতে প্রতিদিন সাড়ে ৫ হাজার টন কয়লার দরকার। কিন্তু চাহিদামতো কয়লার সরবরাহ না থাকায় বছরের বেশির ভাগ সময় সবগুলো প্ল্যান্ট একসঙ্গে চালানো যায় না।

কর্মকর্তারা জানান, বর্তমানে ইকোনমিক ইউনিটটি (তৃতীয় ইউনিট) চালু এবং অন্য দুটি ইউনিট বন্ধ আছে। ২৭৫ মেগাওয়াটের এই ইউনিট থেকে সর্বোচ্চ ক্ষমতারও বেশি তথা ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছিল। কিন্তু কয়লার মজুতে ঘাটতি থাকায় শুক্রবার থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হবে। আর যে পরিমাণ মজুত আছে তা দিয়ে চলতি জুলাইয়ের তৃতীয় সপ্তাহ পর্যন্ত উৎপাদন চালু রাখা যাবে। সে ক্ষেত্রে নতুন করে কয়লার সরবরাহ না পেলে উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে।

বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী ওয়াজেদ আলী বলেন, ‘কয়লার সরবরাহ কম থাকায় আমরা শুধুমাত্র ইকোনমিক ইউনিটটি চালু রেখেছি। সেটিও আগামীকাল (শুক্রবার) থেকে ৩০০ মেগাওয়াটের স্থলে ২৫০ মেগাওয়াটে নামিয়ে আনা হচ্ছে। কয়লার মজুত শেষ হওয়ার আগেই আমরা নতুন করে সরবরাহ পেতে যোগাযোগ অব্যাহত রেখেছি।’

কয়লা খনি সূত্র জানিয়েছে, ভূগর্ভস্থ ফেজ পরিবর্তনের জন্য চলতি বছরের পয়লা মে থেকে কয়লা উৎপাদন বন্ধ রয়েছে। সব কাজ শেষ করে উৎপাদন শুরু হতে আরও এক মাসের অধিক সময় লাগতে পারে। ফলে আগস্টের মাঝামাঝি শুরু হতে পারে উৎপাদন। আর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রটি এই খনির কয়লার ওপর পুরোপুরি নির্ভরশীল।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান খান বলেন, ‘নতুন ফেজের কাজ চলছে। আগামী আগস্টের মাঝামাঝি উৎপাদন শুরু হতে পারে।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন