হোম > ছাপা সংস্করণ

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শন

দেবিদ্বার প্রতিনিধি

দেবিদ্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ফেরদৌস খন্দকার নামে এক চিকিৎসকের ব্যক্তি উদ্যোগে তিন মাসব্যাপী প্রদর্শনী শুরু হয় গত মঙ্গলবার রাতে। উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার অন্তত এক হাজার জায়গায় এ প্রদর্শনী চলবে বলে জানা গেছে।

জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে সন্ধ্যার পর এ প্রদর্শনী চলবে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর নির্মিত চলচ্চিত্রসহ ১৫ আগস্টের নারকীয় হত্যাকাণ্ড, ‘হাসিনা এ ডটারস টেল’ ও মুক্তিযুদ্ধের ওপরে নির্মিত বিভিন্ন চলচ্চিত্রও প্রদর্শন করা হবে। এর মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও সংগ্রামের গৌরবগাথা মানুষের সামনে তুলে ধরতে এই আয়োজন করা হয়েছে।

চলচ্চিত্র প্রদর্শনীতে আসা ধামতী গ্রামের মো. ইউনুছ মিয়া, আবদুল বারেক, জয়নাল আবেদীন ও রাজামেহারের এমদাদ বলেন, বঙ্গবন্ধুর জীবনীর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র বড় পর্দার মাধ্যমে দেখেছি। নতুন প্রজন্ম এ প্রদর্শনীর মাধ্যমে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে।

আয়োজক ডা. ফেরদৌস খন্দকার বলেন, ‘আমি চাই নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানুক।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন