বাঘারপাড়া প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় কীটনাশক পানে আলিমুল ইসলাম (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
গতকাল রোববার যশোর সদর হাসপাতাল থেকে খুলনায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আলিমুল ইসলামের বাড়ি উপজেলার জামদিয়া গ্রামে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পরিবার ও প্রতিবেশীরা জানান, আলিমুল ইসলাম গত শুক্রবার রাতে পারিবারিক কলহের জের ধরে ঘাস মাড়া ওষুধ পান করেন। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে সকালে খুলনা জেনারেল হাসপাতালের স্থানান্তর করা হয়।
স্বজনেরা তাঁকে খুলনা সদর হাসপাতালের নেওয়ার সময়ে পথিমধ্যে আলিপুর নামক স্থানে পৌঁছালে তিনি মারা যান।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, ‘ঘাস মাড়া ওষুধ (কীটনাশক) পানে আলিমুল ইসলাম নামের এক তরুণের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’