রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদী বাঁচাতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করা হয়। নদীর মূল ভূখণ্ড দখলমুক্ত করা এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার দাবিতে রাণীশংকৈল কুলিক নদী সুরক্ষা কমিটির ব্যানারে এ মানববন্ধন হয়।
এ সময় বক্তারা বলেন, কুলিক নদীকে দখল ও দূষণমুক্ত করে স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়ে আসতে হবে। খনন করে নদীর যৌবন ফিরিয়ে আনতে হবে। এ ছাড়া নদীর পাড় বাঁধাই করে দুইপাড়ে গাছ রোপণ করতে হবে। নদী রক্ষার স্বার্থে সব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
কুলিক নদী সুরক্ষা কমিটির আহ্বায়ক, ভাইস চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ সইদুল হক, নদী সুরক্ষা কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট মেহেদী হাসান শুভ, সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক আরথান আলী প্রমুখ।