মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙিনালা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী (দপ্তরি) অবসরে যাওয়ার ৩ বছরেও পাননি পেনশনের টাকা। বিভিন্ন জায়গায় তদবির করেও টাকা না পেয়ে সংসার চালতে হিমশিম খাচ্ছেন ভুক্তভোগী উচারা মারমা।
উপজেলার মুবাছড়ি ইউনিয়নের সিঙিনালা মহামুনি পাড়ার বাসিন্দা উচারা মারমা। স্ত্রী এবং স্কুল পড়ুয়া এক ছেলে ও ৩ মেয়ে নিয়ে তাঁর পরিবার। ২০১৮ সালের অক্টোবরে সিঙিনালা উচ্চ বিদ্যালয় থেকে অবসরে যান তিনি।
উচারা মারমা বলেন, অবসরে যাওয়ার পর যাবতীয় কাগজপত্র জোগাড় করে কর্তৃপক্ষের কাছে পেনশনের টাকার জন্য আবেদন করেন। কিন্তু সেই টাকা আজও ভাগ্যে জোটেনি।
মহালছড়িতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ ফাঁকা আছে, জেলা শিক্ষা মাধ্যমিক শিক্ষা এটি দেখাশোনা করেন। উচারা মারমাকে আবেদনে সহযোগিতাকারী মহালছড়ি কলেজের অফিস সহকারী কৃষ্ণ বিকাশ চাকমা বলেন, উচারা মারমার প্রয়োজনীয় কাগজপত্র সবকিছু ঠিকঠাক জমা দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মং মং মারমা আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুল থেকে যা দরকার, করা হয়েছে। কিন্তু কী কারণে পেনশন পাচ্ছেন না, জানা নেই। এ নিয়ে আমার আর কোনো কিছু করার নেই, যা করার সেটা শিক্ষা মন্ত্রণালয় করবে।’