বদরগঞ্জের ১০ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। গত রোববার আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই তালিকা চূড়ান্ত করা হয়।
উপজেলার দামোদরপুরে আজিজুল হক, রামনাথপুরে মোহছিনা বেগম, গোপীনাথপুরে লুৎফর রহমান, বিষ্ণুপুরে ফিন্দিউল হাসান চৌধুরী, রাধানগরে কামাল উদ্দিন, মধুপুরে নুর আলম, কালুপাড়ায় আব্দুল মান্নান সরকার, কুতুবপুরে আতিয়ার রহমান, লোহানীপাড়ায় মো. ডলু শাহ ও গোপালপুরে শামছুল আলম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
বদরগঞ্জে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে দৌড়ঝাঁপ করেছিলেন ২৪ আগ্রহী প্রার্থী। উপজেলা আওয়ামী লীগ থেকে তাঁদের নাম কেন্দ্রে পাঠানো হয়েছিল। সেই সঙ্গে তাঁরা ঢাকায় গিয়ে দলীয় মনোনয়নপত্র পূরণ করে জমা দিয়েছিলেন।
স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, উপজেলার রামনাথপুর, বিষ্ণুপুর, কুতুবপুর, কালুপাড়া ও মধুপুর ইউপি নির্বাচনের জন্য আওয়ামী লীগের একক প্রার্থীর নাম কেন্দ্রে যায়। আর দামোদরপুরের পাঁচ, গোপালপুরের ছয়, রাধানগরের তিন, গোপীনাথপুরের তিন ও লোহানীপাড়ার দুজনের নাম পাঠানো হয়েছিল।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক চৌধুরী টুটুল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাঁদের হাতে নৌকা তুলে দিয়েছেন, উপজেলা এবং ইউনিয়নের সব নেতা-কর্মীকে এক হয়ে তাঁদের পক্ষে কাজ করতে হবে। যাঁরা নৌকার বিপক্ষে কাজ করবেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফসিল অনুযায়ী বদরগঞ্জের ১০ ইউপিতে ভোট হবে ২৩ ডিসেম্বর। এ জন্য মনোনয়নপত্র জমার শেষ সময় ২৫ নভেম্বর, বাছাই ২৯ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৬ ডিসেম্বর পর্যন্ত ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৭ ডিসেম্বর।