গাইবান্ধার সাদুল্লাপুরে এক তরুণীকে (১৮) চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার সাদুল্লাপুর থানায় একটি মামলা হয়। পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে।
মামলা সূত্রে জানা যায়, এক মাস আগে ওই তরুণীর বিয়ে হয় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার একটি গ্রামে।
শ্বশুরবাড়িতে থাকা অবস্থায় কুড়িগ্রামের চিলমারীর উত্তর মাচাবান্ধা গ্রামের জোবায়দুর ইসলাম নামে এ যুবকের সঙ্গে মোবাইল ফোনে তরুণীর পরিচয় হয়।
যুবক চাকরির প্রলোভন দেখিয়ে গত ১০ জানুয়ারি রাতে তরুণীকে সিরাজগঞ্জে ডেকে আনে। সেখান থেকে সাদুল্লাপুরের বনগ্রাম ইউনিয়নের কিশামত শেরপুর গ্রামের মানিক শেখের বাড়িতে তরুণীকে জোবায়দুর, মানিক শেখসহ কয়েকজন ধর্ষণ করেন। একপর্যায়ে তরুণী অসুস্থ হয়ে পড়েন। এরপর যুবকেরা পালিয়ে যান।
পরে কৌশলে তরুণী তাঁর বাবার বাড়িতে ফোনে ঘটনাটি জানান। খবর পেয়ে মানিক শেখের বাড়ি থেকে তরুণীকে উদ্ধার করে পুলিশ।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েটিকে উদ্ধারের পর জোবায়দুর ও মানিক শেখকে গ্রেপ্তার করা হয়েছে।’