আজকের পত্রিকা ডেস্ক
সম্প্রতি ফিলিপাইনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুনে মৃতের সংখ্যা গতকাল ৩০০ ছাড়িয়ে গেছে। এদিকে মানবিক সংস্থাগুলোর শঙ্কা, এ সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, সুপার টাইফুন ‘রাই’-এর ধ্বংসযজ্ঞের প্রকৃত মাত্রা অজানা এবং উদ্ধারকর্মীরা এখনো দুর্যোগবিধ্বস্ত অনেক এলাকায় পৌঁছাতে সক্ষম হননি।
ফিলিপাইন ন্যাশনাল পুলিশের (পিএনপি) উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত বৃহস্পতিবার ফিলিপাইনের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়ে টাইফুন রাই। এর তাণ্ডবে দেশটিতে এ পর্যন্ত অন্তত ৩৭৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন ৫১৫ জন এবং নিখোঁজ রয়েছেন আরও ৫৬ জন।
ঝড়ের প্রভাব ও প্রবল বৃষ্টি থেকে সৃষ্ট ভূমিধসে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ফিলিপাইনের মধ্য ও দক্ষিণাঞ্চলের অধিকাংশ সড়ক।