ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে নগরীর ফ্রেন্ডস রেস্টুরেন্টের দোতলায় এই প্রদর্শনী শুরু হয়। এতে অনলাইন ও অফলাইনে পণ্য সরবরাহ কাজে নিয়োজিত নারীরা অংশ নেন। প্রদর্শনীতে ২৫ জন নারী উদ্যোক্তা স্টল বরাদ্দ নেন।
শত মনের মালিক লিমা নাহার বলেন, ‘অনলাইনে আমরা অনেক সময় আমাদের পণ্য কাস্টমারদের ভালোভাবে বোঝাতে পারি না। অনেকের ধারণা, অনলাইনে পণ্য ক্রয় করলে ভালো মানের পণ্য পায় না। তাই প্রদর্শনীর মাধ্যমে দেখলে পণ্য ও আমাদের প্রতি একটি আস্থার জায়গা সৃষ্টি হবে।
অনার্স ক্রিয়েশনের মালিক অনিকা তাবাসসুম অর্না বলেন, ‘আমি বিভিন্ন ধরনের কেক তৈরি করে অনলাইনে বিক্রি করি। এই প্রদর্শনীর মাধ্যমে আমার কেকের স্বাদ সরাসরি গ্রাহকের কাছে পৌঁছাতে পারছি, পাশাপাশি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনও হচ্ছে। এ ধরনের উদ্যোগের জন্য অনেক খুশি।’
প্রদর্শনী দেখতে আসা সৌরভ বলেন, ‘প্রায়ই অনলাইন থেকে পণ্য কেনাকাটা করি। অনলাইন পণ্য ক্রয় করার সুবাদে অনেক নারী উদ্যোক্তার সঙ্গে আমার যোগাযোগ ভালো। আজ তাই সরাসরি তাঁদের কাছ থেকে পণ্য ক্রয় ও সৌজন্য সাক্ষাৎ করতে এলাম।’