Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

‘তৃতীয় সাবমেরিন কেব্‌ল বসানোর প্রস্তুতি চলছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘তৃতীয় সাবমেরিন কেব্‌ল বসানোর প্রস্তুতি চলছে’

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, শিগগিরই ভুটানে ব্যান্ডউইডথ রপ্তানি করবে বাংলাদেশ। গত সোমবার এক আলোচনায় এ ব্যাপারে নিশ্চয়তা পাওয়া গেছে। আগামীতে ভারত ও নেপালেও ব্যান্ডউইডথ রপ্তানি করা হবে। সে জন্য তৃতীয় সাবমেরিন কেব্‌ল বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, যা ২০২৪ সালের মধ্যে শেষ হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আইডিবি ভবনে বিসিএস কম্পিউটার সিটিতে ‘বিজয়ে প্রযুক্তি মেলা-২১’ উদ্বোধনকালে এসব তথ্য জানান মন্ত্রী। বাংলাদেশ কম্পিউটার সমিতি পাঁচ দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে। এবারের মেলায় শুধু এন্ট্রি করেই ঢুকতে পারবেন ক্রেতা ও দর্শনার্থীরা।

মোস্তাফা জব্বার বলেন, ‘২০০৮ সালে দেশে ইন্টারনেট ব্যবহারকারী ছিল ৮ লাখ। তারা ৮ জিবিপিএস ব্যান্ডউইডথের ওপর নির্ভর করত। এখন এই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে ১২ কোটি হয়েছে, আর আমাদের ব্যান্ডউইডথ আছে ২ হাজার ২০০ জিবিপিএস। এই ব্যান্ডউইডথ থেকে আমরা ৭০০ জিবিপিএস সৌদিতে এবং মালয়েশিয়ায় ২০০ জিবিপিএস রপ্তানি করছি।’

মন্ত্রী আরও বলেন, ১২ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে যে ফাইভ-জি ইন্টারনেট সেবা আসছে, সেটি শুধু মোবাইল ফোনে ইন্টারনেট বা কথা বলার জন্য ব্যবহৃত হবে না, কলকারখানাতেও ব্যবহার করা হবে। ২০২৩-২৪ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ করা হবে বলেও জানান মোস্তফা জব্বার।

এ এল মাজাহার ইমাম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. শাহিদ-উল-মুনীর, সাবেক সভাপতি ও রায়ানসের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান জুয়েল, স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম এবং গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের পরিচালক আব্দুল ফাত্তাহ।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ