সম্পাদকীয়
অজয় রায় ছিলেন বামপন্থী নেতা, কলামিস্ট ও লেখক। তাঁর জন্ম ১৯২৮ সালের ৩০ ডিসেম্বর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। তবে তাঁদের আদি বাড়ি ছিল কিশোরগঞ্জের বনগ্রামে।
অজয় রায়ের শৈশবকাল কেটেছে ভারতের বারানসী শহরে। তাঁর পিতা ড. প্রমথ নাথ রায় বারানসী বিশ্ববিদ্যালয়ের বিদেশি ভাষার অধ্যাপক ছিলেন। তিনি বারানসী অ্যাংলো বেঙ্গলি ইন্টারমিডিয়েট কলেজ থেকে ম্যাট্রিকুলেশন এবং বারানসী বিশ্ববিদ্যালয় থেকে আইএসসি পাস করেন। পিতা-মাতার মৃত্যুর পর তিনি বারানসী থেকে কিশোরগঞ্জে চলে আসেন। বারানসীতে থাকাকালীন তিনি কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজ থেকে বিকম পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীকালে কারাবন্দী থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
অজয় রায় ১৯৬১ সালে রবীন্দ্র জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদ, উদীচী, ছায়ানটের প্রতিষ্ঠার সময়ে অন্যতম সংগঠক হিসেবে সামনের সারিতে ছিলেন।
কিশোরগঞ্জের বনগ্রামে ফিরে কমিউনিস্ট পার্টির কাজে সক্রিয় হন। ১৯৭২ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দ্বিতীয় কংগ্রেসে কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য নির্বাচিত হন।
১৯৯৩ সালে কমিউনিস্ট পার্টিতে ভাঙনের পর অজয় রায় গঠন করেন নতুন দল কমিউনিস্ট কেন্দ্র। তবে সে দল টেকেনি। ২০১০ সালের পর ‘সম্মিলিত সামাজিক আন্দোলন’ নামের একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন। তিনি ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চে’র সমন্বয়কও ছিলেন।
অজয় রায়ের লিখিত বইয়ের মধ্যে রয়েছে ‘বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পটভূমি’, ‘ঊষালগ্ন’, ‘শিক্ষানবিশীর হাতেখড়ি’, ‘বাংলাদেশের অর্থনীতি: অতীত ও বর্তমান’, ‘বাংলাদেশের ভূমিব্যবস্থার সংকট ও সমাধান’, ‘রাজনীতির অ আ ক খ’, ‘রাজনীতি কি ও কেন?’, ‘বাংলার কৃষক বিদ্রোহ’, ‘গণআন্দোলনের এক দশক’, ‘আমাদের জাতীয় বিকাশের ধারা’, ‘বাংলাদেশের বামপন্থী আন্দোলন’, ‘পুঁজিবাদী অর্থনীতি’, ‘সত্যেন সেন’, ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘বাঙলা ও বাঙালী’, ‘বাঙলা, বাঙালি ও বাঙলাদেশী’, ‘তীরের অন্বেষায়: স্বাধীন বাংলাদেশ’ ইত্যাদি।
২০১৬ সালের ১৭ অক্টোবর মৃত্যুবরণ করেন অজয় রায়।