বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত সবার ফাঁসি কার্যকর করার দাবি জানান।
ওই পরিষদের উপজেলা শাখার সভাপতি সাইদুর রহমান সাঈদ এতে সভাপতিত্ব করেন। বিশ্বনাথ থিয়েটারের সাধারণ সম্পাদক নবীন সোহেল সভা সঞ্চালনা করেন।
বক্তব্য দেন রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খালেদ উদ-দীন, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, ওই পরিষদের বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মণিকাঞ্চন চৌধুরী, আব্দুল হান্নান ইউজেটিক্স, শামীম আহমদ, আব্বাস হোসেন ইমরান, বিভাংশু গুণ বিভু প্রমুখ।