নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নেপালে নারী সাফে খেলতে যাওয়ার আগে অন্তত একটি হলেও প্রস্তুতি ম্যাচ খেলতে যায় বাংলাদেশ নারী ফুটবল দল। আরব আমিরাতকে বাংলাদেশে এনে দুই ম্যাচ খেলিয়ে সেই প্রস্তুতির ব্যবস্থাও প্রায় সেরে ফেলেছিল বাফুফে।
শেষ পর্যন্ত বাংলাদেশে না আসার সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত। মৌখিকভাবে সেটা জানিয়েও দিয়েছে বাফুফেকে। তাই সাবিনাদের প্রস্তুতির ঘাটতি মেটাতে প্রতিপক্ষ খুঁজে হয়রান ফেডারেশন।
অন্তত এক ম্যাচের জন্য হলেও ইন্দোনেশিয়ার সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন বাফুফে সাধারণ আবু নাঈম সোহাগ।
প্রয়োজনে ইন্দোনেশিয়ায় গিয়ে খেলার কথা জানিয়ে সোহাগ বলেছেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপ আমাদের জন্য খুব মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। আমরা খুব করে চাচ্ছিলাম, টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে যেন দল প্রীতি ম্যাচ খেলতে পারে। প্রয়োজন হলে ইন্দোনেশিয়ায় গিয়ে প্রীতি ম্যাচ খেলে আমরা নেপালে যাব।’