Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

যত কাণ্ড বিয়ে নিয়ে

বিনোদন ডেস্ক

যত কাণ্ড বিয়ে নিয়ে

বিয়ে নিয়ে কমেডি সিনেমা টালিউডে অনেক আছে। গত মাসেই মুক্তি পেয়েছিল ‘আবার বিবাহ অভিযান’। তারও আগে এসেছে ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। যদিও বক্স অফিসে তেমন সাফল্যের মুখ দেখেনি সিনেমাগুলো। বিয়ে নিয়ে এবার আরেক কাণ্ড ঘটতে চলেছে, যার কেন্দ্রে আছেন টালিউডের দুই নায়ক পরমব্রত চট্টোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়। সঙ্গে নায়িকা লহমা ভট্টাচার্য। সিনেমার নাম ‘বিয়ে বিভ্রাট’। রাজা চন্দ পরিচালিত সিনেমাটির গল্প লিখেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সিনেমার অন্যতম প্রযোজকও তিনি।

পরমব্রত ও আবিরকে একসঙ্গে এর আগে আরও কয়েকটি সিনেমায় দেখা গেছে। ‘শাহজাহান রিজেন্সি’, ‘বাইশে শ্রাবণ’, ‘বাস্তুশাপ’, ‘দ্বিতীয় পুরুষ’ ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে তাঁদের ‘পুতুল নাচের ইতিকথা’। এক ফ্রেমে পরম-আবিরের রসায়ন পছন্দ করেন দর্শক। ‘বিয়ে বিভ্রাট’-এও সে ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা সবার।

শুক্রবার এসেছে ‘বিয়ে বিভ্রাট’-এর ফার্স্টলুক পোস্টার। তাতে লহমাকে দেখা গেছে টুকটুকে লাল বেনারসি পরা, গা-ভর্তি গয়না, মাথায় টোপর। কিন্তু বিয়ের পিঁড়িতে কনের পাশে দুজন বর। কার গলায় মালা দেবেন লহমা? এ নিয়েই যত বিভ্রাট। জানা গেছে, কমেডি হলেও সিনেমাটি মূলত মিউজিক্যাল ড্রামা। এতে লহমার গানের শিক্ষকের ভূমিকায় দেখা যাবে পরমব্রতকে। আর আবির একজন গায়ক। গান শেখাতে গিয়ে পরমব্রত প্রেমে পড়ে লহমার। অন্যদিকে লহমা ভালোবাসে আবিরকে।শেষ পর্যন্ত কার গলায় মালা দেবে নায়িকা, তা নিয়েই সিনেমার গল্প।

জিতের ‘রাবণ’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন লহমা ভট্টাচার্য। রাবণ মুক্তির কয়েক মাসের মধ্যেই বিয়ে বিভ্রাটের শুটিং করেছিলেন তিনি। এতে অভিনয়ের জন্য বিশেষ কর্মশালাও করেছিলেন। পরমব্রত, আবির, লহমা ছাড়াও এ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্বস্তিকা দত্তকে। ‘বিয়ে বিভ্রাট’ মুক্তি পাবে আগামী ১৪ জুলাই।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ