হোম > ছাপা সংস্করণ

দিনভর গুঁড়িগুঁড়ি বৃষ্টি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে দিনভর গুড়িগুড়ি বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গতকাল মঙ্গলবার ভোর থেকে বৃষ্টির কারণে মধ্য ও নিম্ন আয়ের মানুষেরা বিপাকে পড়েছেন। এ ছাড়া উপজেলার বোরো চাষিরা কাটা ধান নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নিম্ন আয়ের মানুষদের সঙ্গে কথা বলে জানা যায়, গুড়িগুড়ি বৃষ্টির কারণে বেশির ভাগ মানুষ কাজে বের হতে পারেননি। কাজে না যাওয়ার ফলে অনেকেই লুডু খেলে অলস সময় কাটাচ্ছেন। বৃষ্টির কারণে বিশেষ করে রিকশা, ঠেলা, ভ্যানচালক ও দিনমজুরেরা বেশি বিপাকে পড়েছেন বলে জানান তাঁরা।

উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, অল্পসংখ্যক মানুষ বাইরে বের হয়েছেন। নিম্ন আয়ের মানুষেরা বিশেষ করে রিকশা, ভ্যান চালকেরা গাড়ি নিয়ে বের হলেও সারা দিনে রুজি করতে পারেননি গাড়ি ভাড়ার টাকা। এদিকে বাজারে মানুষ না আসার কারণে ছোট ছোট ব্যবসায়ীরা তাকিয়ে ছিলেন বৃষ্টির দিকে কখন তা বন্ধ হবে।

উপজেলার শমশেরনগর বাজারের ক্ষুদ্র সবজি ব্যবসায়ী ময়নুল ইসলাম বলেন, ‘গুড়িগুড়ি বৃষ্টির মাঝে অতি প্রয়োজন ছাড়া মানুষজন বাজারে আসেন না। সন্ধ্যা পর্যন্ত ১০০ টাকার সবজিও বিক্রি করতে পারেনি। কাঁচা মালগুলো আজ বিক্রি না করলে পচন ধরে যাবে।’

মুন্সিবাজার এলাকার রিকশাচালক হারুন মিয়া বলেন, ‘রিকশা নিয়ে বের হয়েছি কিন্তু কোনো যাত্রী নেই। প্রতিদিন রিকশা ভাড়া ২০০ টাকা দিতে হয়। টাকা রোজগার করতে না পারলে রিকশা ভাড়া ও পরিবারের জন্য খাবার কিছুই নিতে পারব না।’

উপজেলার পতনঊষার এলাকার দিনমজুর সমুজ মিয়া বলেন, ‘গত কয়েক দিন ধরে বৃষ্টির কারণে ঠিকমতো কাজ করতে পারেনি। আজ কাজে যোগদান করেও কাজ করতে পারেনি বৃষ্টির জন্য। ঘরে চাল, ডাল, তেল কিছুই নেই। পকেটে টাকাও নেই। বউ-বাচ্চার জন্য বাড়িতে কি নিয়ে যাব জানি না।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন