পিরোজপুরে বিসিকের উদ্যোগে ২৩ নভেম্বর থেকে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়ে আজ শনিবার শেষ হচ্ছে। শহরের টাউন ক্লাব মিলনায়তনে এসএমই ফাউন্ডেশনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন নারী ও পুরুষ উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন।
নিউ বিজনেস ক্রিয়েশন প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক শারমিন আক্তার, জেলা বিসিক কার্যালয়ের উপব্যবস্থাপক মিল্টন চন্দ্র বৈরাগী।
তরুণ উদ্যোক্তাদের আগ্রহ তৈরি করতে নিউ বিজনেস ক্রিয়েশনের এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় উদ্যোক্তাদের শিল্পনীতি এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে বিসিক কর্তৃক প্রদত্ত সুযোগ-সুবিধা, বিসিকের উন্নয়ন প্রকল্প, শিল্পনীতির আওতায় সুযোগ-সুবিধা, বিসিকের দায়িত্ব, বিনিয়োগ প্রণোদনার বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া উদ্যোক্তাদের ব্যক্তিগত গুণাবলি, লক্ষ্য নির্ধারণ, তথ্য অনুসন্ধান, সুষ্ঠু পরিকল্পনা ও পরিচালনা সম্পর্কে ধারণা দেওয়া হয়।