গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে ১৪০ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে শেখ মনি স্মৃতি পরিষদ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে গোপালগঞ্জ শহরের কলেজ সড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে সব শহীদের প্রতি সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন আয়োজকেরা।
অনুষ্ঠানে ১৩০ জন মুক্তিযোদ্ধাকে উত্তরীয় পরিয়ে সম্মাননা ক্রেস্ট এবং ১০ জন মুক্তিযোদ্ধা পরিবারের হাতে মরণোত্তর সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান ও অন্য অতিথিরা।
এর আগে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা হয়। এতে স্বাগত বক্তব্য দেন শেখ মনি স্মৃতি পরিষদের সভাপতি গাজী তুষার আহমেদ বাঘা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সিকদার নূর মোহাম্মদ দুলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মিটু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদরসহ আরও অনেকে।