দৌলতপুর প্রতিনিধি
‘মেধা ও মননে সুন্দর আগামী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অরঙ্গবাদ-বড়িয়াল কিশোর ক্লাবের উদ্যোগে কৈশোর কর্মসূচি নিয়ে আলোচনা সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের অরঙ্গবাদ এলাকায় পল্লী সহায়ক কর্মসূচি ও অ্যাসোসিয়েশন ফর রুরাল অ্যাডভান্স ইন বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় সভার আয়োজন করা হয়। অরঙ্গবাদ-বড়িয়াল কিশোর ক্লাবের সভাপতি মেহেদি হাসান সভাপতিত্ব করেন। অ্যাসোসিয়েশন ফর রুরাল অ্যাডভান্স ইন বাংলাদেশ এর কৈশোর কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম অফিসার তাপস ঘোষ, অরঙ্গবাদ বড়িয়াল কিশোর ক্লাবের সাধারণ সম্পাদক মো. তুহিন প্রমুখ বক্তব্য রাখেন। ক্লাবের মোট ৩১ জন সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা সামাজিক সচেতনতা, কৈশোর স্বাস্থ্য উন্নয়ন ও পুষ্টি সচেতনতা, নৈতিক মূল্যবোধ চর্চা, স্বাস্থ্যকর স্যানিটেশন ও মাদকের কুফল, খাদ্য ও পুষ্টি সচেতনতা, খাদ্যের গুণাগুণ রক্ষার কৌশল, বজ্র পাতের হাত থেকে রক্ষার কৌশল, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা, করোনা ভাইরাসের বিস্তার রোধে করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।