হোম > ছাপা সংস্করণ

মণি-মুক্তার ব্রত মানবসেবা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জের পেটে জোড়া লাগানো দুই বোন মণি ও মুক্তার ১৫তম জন্মদিন আজ ২২ আগস্ট। প্রত্যন্ত গ্রামের জয় প্রকাশ পাল ও কৃষ্ণা রানী দম্পতির এ দুই কন্যাকে জন্মের পাঁচ মাস পর চিকিৎসক এ আর খানের নেতৃত্বে সফল অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয়। দেশের চিকিৎসাবিজ্ঞানে এটি ছিল এক নতুন ইতিহাস।

উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে এই দুই বোন। গতকাল সোমবার বিদ্যালয় থেকে ফেরার পথে মণি-মুক্তা জানায়, ভবিষ্যতে তারা ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়।

মণি-মুক্তার বাবা জয় প্রকাশ জানান, ১৪ বছর পার করে তারা দুই বোন আজ ১৫ বছরে পা দিচ্ছে। তাদের জন্মদিন উপলক্ষে রীতিনীতি অনুযায়ী মন্দিরে কীর্তন ও প্রসাদ বিতরণ করা হবে। যমজ দুই বোন ছাড়াও তার বড় এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা জানান, মণি-মুক্তা অত্যন্ত মেধাবী ও শান্ত প্রকৃতির। ভবিষ্যতে তারা ভালো কিছু করবে বলে আশা করা যায়। তাদেরকে ১৫তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া গ্রামের জয় প্রকাশ পালের স্ত্রী কৃষ্ণা রানীর গর্ভে ২০০৯ সালের ২২ আগস্ট পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখে পেটে জোড়া লাগানো অবস্থায় মণি-মুক্তা। ২০১০ সালে চিকিৎসকদের পরামর্শে ৩০ জানুয়ারি জয় প্রকাশ পাল ঢাকার শিশু হাসপাতালে নিয়ে দুই বোনকে ভর্তি করান। একই বছরের ৮ ফেব্রুয়ারি  সফল অস্ত্রোপচারের মাধ্যমে দুই বোনকে আলাদা করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ