হোম > ছাপা সংস্করণ

জগন্নাথপুরে চার স্কুলে অর্থ খরচে ‘অনিয়ম’

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সরকারি চারটি প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দের ‘স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট (স্লিপ) প্রকল্প’র অর্থ খরচে অনিয়মের অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে গত কয়েক সপ্তাহের মধ্যে পৃথকভাবে এসব অভিযোগ করা হয়।

এলাকাবাসী ও উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২০২০-২০২১ অর্থ বছরে উপজেলার ১৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র সংস্কার কাজের জন্য সরকার থেকে স্লিপের বরাদ্দ আসে। প্রতিটি বিদ্যালয়ে ৫০ হাজার টাকা করে বরাদ্দ হলেও অনেক বিদ্যালয়ে এসব টাকা খরচে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ থেকে জানা গেছে,  উপজেলার আউদত পূর্ব বুধরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব কাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অর্থ বছরে বরাদ্দকৃত স্লিপের অর্থের কোন কাজ হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বেরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুক্লা বৈদ্য বলেন, বরাদ্দকৃত ৫০ হাজার টাকা থেকে স্কুলের সামনে মাটি ভরাটের কাজ ও কিছু বেঞ্চের কাজ করেছি। ১৭ হাজার টাকা আমাদের কাছে আছে। কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে বাকি টাকার কাজ করব।

পূর্ব বুধরাইল আউদত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দু নেছা বলেন, স্কুলের নতুন কমিটি গঠনের পর এই টাকা দিয়ে কাজ করব। স্লিপের বরাদ্দ টাকা জমা রয়েছে।

সাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন বলেন, সরকারের বরাদ্দ করা স্লিপের অর্থের কাজ হয়েছে। কোন অনিয়ম হয়নি। পূর্ব কাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার বলেন, বিদ্যালয়ের চেয়ার, টেবিল ও বেঞ্চের কাজ করিয়েছি। কোনও অনিয়ম হয়নি।

উপজেলা নাগরিক ফোরাম যুগ্ম আহ্বায়ক রুমানুল হক বলেন, এ উপজেলার বিদ্যালয়গুলোতে প্রায়ই স্লিপের অর্থ খরচ নিয়ে প্রধান শিক্ষক ও সভাপতির মধ্যে দ্বন্দ্বের খবর পাওয়া যায়। এ খাতের অর্থ খরচে মনিটরিং বাড়ানো দরকার।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস বলেন, চারটি বিদ্যালয়ে কাজের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আমরা তদন্ত করে এ বিষয়ে পদক্ষেপ নেব।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন