হোম > ছাপা সংস্করণ

কাপ্তাইয়ে বিনোদনকেন্দ্রে তিল ধারণের ঠাঁই নেই

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

বছরের শেষ দুই দিনে রাঙামাটির কাপ্তাই উপজেলায় হাজারো পর্যটকের আগমন ঘটেছে। পর্যটকের আগমনে মুখরিত কাপ্তাইয়ের সব বিনোদন কেন্দ্র। গত শুক্রবার ও গতকাল শনিবার কাপ্তাইয়ের বিভিন্ন বিনোদন কেন্দ্রে গিয়ে দেখা গেছে, কোথাও তিল ধারণের ঠাঁই নেই।

শুক্রবার বেলা আড়াইটায় কাপ্তাই ৪১ বিজিবি পরিচালিত ওয়াগ্গা রিভার ভিউ পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে গিয়ে দেখা গেছে, এই বিনোদন কেন্দ্রে উপচে পড়া পর্যটকদের ভিড়। অনেকে পরিবারপরিজন নিয়ে এসেছেন বেড়াতে।

কাপ্তাইয়ের বালুরচর এলাকায় কাপ্তাই-চট্টগ্রাম সড়কের গাঁ ঘেঁষে অবস্থিত পর্যটন ও বিনোদন কেন্দ্র ‘প্রশান্তি পার্কে’ গতকাল দুপুর ১২টার দিকে দেখা গেছে, এই কেন্দ্রে শত শত পর্যটকের আগমন ঘটেছে। এখানে বছরের শেষ দিনকে স্মরণীয় করে রাখতে আকর্ষণীয় রূপে সাজানো হয়েছে। থার্টি ফার্স্ট নাইটে এই বিনোদন কেন্দ্রে কনসার্টের আয়োজন করা হয়েছে বলে জানান পার্কের ব্যবস্থাপক শাওন।

গতকাল বেলা একটার দিকে কাপ্তাই শিলছড়ি হাজিরটেক নিসর্গ রিভার ভ্যালিতে গিয়ে দেখা গেছে, এখানে নয়টি হাউসের কোনোটিই খালি নেই। এই কেন্দ্রের ব্যবস্থাপক মাসুদ তালুকদার বলেন, ‘কর্ণফুলীর কোল ঘেঁষে তৈরি নয়টি হাউস এক সপ্তাহ ধরে বুকিং। এখানে কায়াকিং করার পাশাপাশি সুলভমূল্যে খাবার পাওয়া যাচ্ছে।’

এদিকে শুক্রবার কাপ্তাইয়ের অন্যতম বিনোদন কেন্দ্র কাপ্তাই নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম কর্তৃপক্ষ পরিচালিত লেক প্যারাডাইস ও সেনাবাহিনী কর্তৃক পরিচালিত জীবতলী লেকশোর পিকনিক স্পটে গিয়ে দেখা গেছে, এখানে শত শত পর্যটক। কোথাও তিল ধারণের ঠাঁই নেই।

 শিলছড়ি বনশ্রী পিকনিক কেন্দ্রের পরিচালক রুবাইয়েত আক্তার চৌধুরী জানান, শুক্রবার এবং বছরের শেষ দিন শনিবার কাপ্তাইয়ে ২০ হাজারের অধিক পর্যটকের আগমন ঘটেছে।

কাপ্তাই থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, ‘কাপ্তাইয়ের অনেক বিনোদন কেন্দ্র আছে। প্রতিটি কেন্দ্রে প্রচুর পর্যটক আসে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন