ময়মনসিংহে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ সংক্রান্ত ব্রিফিং করেছে পুলিশ। গত বুধবার বিকেলে জেলা পুলিশ লাইনসে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এ সময় কেউ অনৈতিক সুবিধা দিয়ে পুলিশে নিয়োগ পেতে চাইলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
রেঞ্জ ডিআইজি মো. হারুন অর রশিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. শাহ আবিদ হোসেন, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সৈয়দ হারুন অর রশীদ, পুলিশ সুপার (ক্রাইম) মো. ফারুক হোসেন, শেরপুরের পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরীসহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তারা।
এ সময় রেঞ্জ ডিআইজি মো. হারুন অর রশিদ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট উপস্থিত সব কর্মকর্তা ও ফোর্সের উদ্দেশ্যে নতুন নিয়োগ প্রক্রিয়ার সকল বিষয়ে সুস্পষ্ট বিশ্লেষণ এবং ধারণা দেন। এ ছাড়া কেউ যদি অনৈতিক সুবিধা দিয়ে পুলিশে নিয়োগ পেতে চান, তাহলে বিষয়টি পুলিশ টের পেল কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেন তিনি।