বাংলাদেশ আওয়ামী লীগের লোহাগড়া উপজেলা শাখার উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় লোহাগড়া মধুমতি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্বে করেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনশি আলাউদ্দিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু।
জেলা পরিষদের সদস্য মো. সাজ্জাদ হোসেন মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. সোহরাব বিশ্বাস প্রমুখ।