হোম > ছাপা সংস্করণ

টিভিতে ঈদের ধারাবাহিক নাটক

চার মূর্তি: বিটিভিতে ঈদের আগের দিন থেকে ৩ দিন বিকেল সাড়ে ৫টায় প্রচারিত হবে। রচনা রাইসুল ইসলাম অনিক, প্রযোজনা আল মামুন। অভিনয়ে আহসান হাবিব নাসিম, ইন্তেখাব দিনার, সাজু খাদেম, রওনক হাসান ও রুকাইয়া জাহান চমক।

বিষদাঁত: প্রচারিত হবে এনটিভিতে ঈদের দিন থেকে ৭ দিন সন্ধ্যা সাড়ে ৬টায়। রচনা বৃন্দাবন দাস, পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, সারিকা সাবরিন, শাহনাজ খুশি, প্রাণ রায়, জয়রাজ প্রমুখ।

মিস্টার যুক্তিবাদী: আরটিভিতে ঈদের ৭ দিন সন্ধ্যা ৭টায় দেখা যাবে। রচনা হারুন রুশো, পরিচালনা দীপু হাজরা। অভিনয়ে জামিল হোসেন, মুনমুন আহমেদ মুন প্রমুখ।

বাইসাইকেল প্রেম ২: দীপ্ত টিভিতে ঈদের দিন থেকে ৭ দিন রাত ৯টা ৪৫ মিনিটে দেখা যাবে ধারাবাহিকটি। পরিচালনা বিশ্বজিৎ দত্ত ও প্রীতি দত্ত। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাবিলা নূর, নাদিয়া আহমেদ, তামিম মৃধা প্রমুখ।

নয়শো প্রহরী: প্রচারিত হবে মাছরাঙা টিভিতে ঈদের দিন থেকে ৭ দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে। রচনা বৃন্দাবন দাস, পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাদিয়া, শাহনাজ খুশি প্রমুখ।
 
টিক্কা রিভেঞ্জ: মাছরাঙা টিভিতে ঈদের দিন থেকে ৭ দিন রাত ৯টা ১০ মিনিটে প্রচারিত হবে। রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয় মারজুক রাসেল, তানজিকা আমিন, ইশতিয়াক আহমেদ রুমেল, সাদিয়া তানজিন, মারুফ মিঠু, আবদুল্লাহ রানা প্রমুখ।

বাপকা বেটা: বৈশাখী টিভিতে ঈদের দিন থেকে ৭ দিন সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হবে। পরিচালনা এস আই সোহেল। অভিনয়ে আমিরুল হক চৌধুরী, মীর সাব্বির, আরফান আহমেদ, ফারহানা মিলি, অলিউল হক রুমি, আবদুল্লাহ রানা প্রমুখ।

ক্ষমা করে দিও: প্রচারিত হবে বৈশাখী টিভিতে ঈদের ৭ দিন রাত ৯টা ২০ মিনিটে। পরিচালনা হানিফ খান। অভিনয়ে জাহিদ হাসান, ভাবনা, ডা. এজাজ, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

হা-ডু-ডু: দেখা যাবে বাংলাভিশনে  ঈদের ৭ দিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। পরিচালনা মাইদুল রাকিব। অভিনয়ে মারজুক রাসেল, হাসান মাসুদ, শামীমা নাজনীন।

মান্না তো ভালোই ছিল: দেখা যাবে বাংলাভিশনে ঈদের ৭ দিন রাত ৮টা ৪০ মিনিটে। রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয়ে শখ, রুমেল, চাষী আলম প্রমুখ।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন