Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কাউখালী উপজেলা পরিষদ চত্বরে ছুঁয়েছে বসন্ত

পিরোজপুর প্রতিনিধি

কাউখালী উপজেলা পরিষদ চত্বরে ছুঁয়েছে বসন্ত

উপজেলা পরিষদ ভবনসংলগ্ন পুকুরপাড়ে পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটানোর জন্য রয়েছে ফুটপাত আর বসার জন্য রয়েছে স্থায়ী বেঞ্চ। টলমলে পরিচ্ছন্ন পানি ব্যবহার করার জন্য আছে দুটি শানবাঁধানো ঘাট। পুকুরের চারদিক পরিকল্পিতভাবে সাজানো হয়েছে বাহারি রঙের ফুলে। নিয়মিত পরিচর্যার ফলে যা সতেজ থাকে সব সময়।

বসন্তের স্নিগ্ধ সকালে হালকা শিশিরবিন্দুতে ভিজে লাল, হলুদ, বেগুনি, সাদা আর সবুজ পাতাগুলো আরও সতেজ হয়ে ওঠে। পড়ন্ত বিকেলে সূর্যমুখী, ডালিয়া, গাঁদা, সিলভিয়া ফুলে উড়ে বেড়ায় নানা রঙের প্রজাপতি আর মৌমাছি।

সন্ধ্যায় সোডিয়াম বাতির আভা ছড়িয়ে পড়ে চারদিকে। পরিচ্ছন্ন দেয়ালে শিল্পীর তুলির আঁচড়ে আছে নজরকাড়া আলপনা। দক্ষিণা হাওয়ায় মৃদু মৃদু করে উড়তে থাকে বিভিন্ন রঙের কাপড়ের নিশান। পূর্ব দিকের দেয়ালে আঁকা গাঢ় সবুজের মাঝে টকটকে লাল রঙের বিশাল জাতীয় পতাকা। উপজেলা চত্বরের মাঝখানে রয়েছে শিল্পীর হাতে গড়া ফুটন্ত জাতীয় ফুল শাপলা।

পরিষদ চত্বরে রয়েছে শিশু-কিশোরদের খেলাধুলার মাঠ, যা মুখর থাকে বিকেল থেকে রাত পর্যন্ত। উপজেলা চত্বরে এ নৈসর্গিক দৃশ্যকে সম্ভব করে তুলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপজেলার সব বয়সের নারী-পুরুষ।

উপজেলা চত্বরে বেড়াতে আসা নিলতী গ্রামের দিদারুল ইসলাম চুন্নু বলেন, ইউএনও উপজেলাকে দালালমুক্ত ও দুর্নীতিমুক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উপজেলাবাসী বিষয়টি মনে রাখবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা বলেন, ‘আমি হয়তো এখানে বেশি দিন থাকব না, কিন্তু উপজেলার মানুষগুলো যাতে কিছুটা বিনোদন পান, এ জন্য আমার এ চেষ্টা।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ