ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ দুই ফাইনালিস্ট আজ আবারও একে অন্যের বিপক্ষে লড়াইয়ে নামছে। অবশ্য কয়েক মৌসুম ধরেই রিয়াল মাদ্রিদ-লিভারপুলের প্রতিদ্বন্দ্বিতা টুর্নামেন্টের নিয়মিত চিত্র। শেষ ষোলোর প্রথম লেগে লস ব্ল্যাঙ্কোসদের আতিথেয়তা দেবে অল রেডরা।
নিজেদের মাঠে পুরোনো অনেক হিসাব-নিকাশ চুকানোর সুযোগ পাচ্ছে লিভারপুল। সর্বশেষ ৬ ম্যাচের সাক্ষাতে একটিতেও জিততে পারেনি তারা। ২০১৭-১৮ মৌসুমের ফাইনালেও রিয়ালের কাছে হেরেছে তারা। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ ১৪ শিরোপাজয়ীরা যেন ইংলিশ ক্লাবের ‘বিষফোড়া’।
লিগের অন্য ম্যাচে ফ্রাঙ্কফুর্টের মাঠে খেলবে নাপোলি। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবে দুই দল।