Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

পাওনা টাকা চাওয়ায় নারীর দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি

পাওনা টাকা চাওয়ায় নারীর দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ

পাইকগাছায় পাওনা টাকা চাওয়ায় জেলা পরিষদের সাবেক (সংরক্ষিত মহিলা) সদস্য নাহার আক্তারকে পিটিয়ে দুটি দাঁত ভেঙে দিয়েছে স্থানীয় এক ব্যক্তি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রামনাথপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় শুক্রবার মামলা হলে পুলিশ ওই রাতে একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিকে গতকাল শনিবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক সনজিৎ বিশ্বাস জানান, সাবেক জেলা পরিষদের সদস্য নাহার আক্তার স্থানীয় রুস্তুম সরদারের ছেলে আলমগীর সরদারের কাছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পায়। গত বৃহস্পতিবার রামনাথপুর মসজিদের কাছে পেয়ে আলমগীর সরদারের কাছে টাকা চাইলে নাহারকে গালিগালাজ করে। পরে আলমগীর মোবাইলে তার লোকজন ডেকে এনে নাহার আক্তারকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে এবং তাদের লাঠিপেটায় সামনের দুটি দাঁত ভেঙে যায়।

এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান বলেন, এ মামলায় মোশারাফ হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ওই ব্যক্তিকে শনিবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ