বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ। ২০ নভেম্বর থেকে মাঠে গড়াবে এবারের আসর। ২০২২ কাতার বিশ্বকাপ সামনে রেখে ইতিমধ্যে বিশ্বব্যাপী ফুটবল উন্মাদনা শুরু হয়ে গেছে। বরাবরের মতো এবারও থাকছে জমকালো আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ কী চমক থাকবে তা নিয়েও জল্পনা-কল্পনার অন্ত নেই!
বিশ্বকাপের উদ্বোধনীতে কোন তারকারা পারফর্ম করবেন সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও শোনা যাচ্ছে দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরছেন পপশিল্পী শাকিরা। এর আগে জার্মানি বিশ্বকাপমঞ্চে ‘হিপস ডোন্ট লাই’, ২০১০ সালে ‘ওয়াকা ওয়াকা’ দিয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ও ‘লা লা লা’ দিয়ে ব্রাজিল বিশ্বকাপ রাঙিয়েছিলেন তিনি।
কেবল শাকিরাই নন, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আরও পারফর্ম করবেন এই সময়ের অন্যতম আলোচিত কোরিয়ান ব্যান্ড বিটিএসের সর্বকনিষ্ঠ সদস্য জাংকুক। বিটিএসের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় জানানো হয়েছে, ‘জাংকুক ‘‘ফিফা বিশ্বকাপ কাতার ২০২২’’-এর সাউন্ডট্র্যাকের অংশ হতে যাচ্ছে এবং বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছে। আমাদের সঙ্গেই থাকুন!’
এখানেই শেষ নয়, এবারের ফুটবল বিশ্বকাপমঞ্চে দেখা যাবে বলিউড তারকা নোরা ফাতেহিকে। এবারের বিশ্বকাপের থিম সং ‘লাইট দ্য স্কাই’য়ে কণ্ঠও দিয়েছেন নোরা।