পছন্দের প্রার্থীর প্রতীক (মার্কা) কিনতে ভিড় জমাচ্ছেন কর্মী-সমর্থকেরা। গতকাল রোববার দিনব্যাপী চলে আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই। সময়ের আগেই বাগমারা উপজেলা পরিষদ চত্বরে এসে হাজির হন প্রার্থী ও কর্মী-সমর্থেকেরা।
নির্বাচনের আমেজে মার্কার পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। দলীয় প্রতীক ছাড়া সংরক্ষিত এবং সাধারণ পদে সব প্রতীকই পাওয়া যাচ্ছে ভ্রাম্যমাণ দোকানগুলোতে। চাহিদাও রয়েছে বেশ। নিজের প্রার্থীর পক্ষে মার্কা কেনায় ব্যস্ত লোকজন। যাচাই-বাছাইয়ে যারা টিকে গেছেন, তাঁদের লোকজনই এসব কিনছেন।
দোকানির সঙ্গে কথা বলে জানা গেল, এক পিচ মার্কা ২ টাকা। তবে ১০০ মার্কা বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। প্রার্থীরা মনোনয়নপত্রে নিজের পছন্দের মার্কা উল্লেখ করে তা দাখিল করেছেন। সেই মার্কা অনুযায়ী তাঁদের সমর্থকেরা প্রচার শুরুর আগেই সেসব কিনে রাখছেন।
ভবানীগঞ্জ বাজারের হাফিজুর রহমান উপজেলা পরিষদ চত্বরে মার্কার দোকান দিয়েছেন। তিনি জানালেন, বিক্রি বেশ হচ্ছে তাঁর। মাড়িয়া ইউনিয়নের সদস্য পদে জালাল উদ্দীন নামের এক ব্যক্তির পছন্দের মার্কা মোরগ। শ্বশুরের সেই মার্কা ছেলে-মেয়ের জন্য কিনে নিলেন জামাতা।
তবে উপজেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ২০ ডিসেম্বর।