গাজীপুরের শ্রীপুরে ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার সকালে উপজেলার পরিষদ চত্বরে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও তরিকুল ইসলাম। এ সময় অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও বীর মুক্তিযোদ্ধাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
ইউএনও তরিকুল ইসলাম বলেন, ‘২০২১ সাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘রূপকল্প ২০২১ ডিজিটাল বাংলাদেশ’ স্বপ্ন পূরণের পূর্তি বছর।’