Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

নামেই ‘মহিলা মার্কেট’ চালাচ্ছেন পুরুষেরা

আব্দুর রহিম পায়েল, গঙ্গাচড়া (রংপুর)

নামেই ‘মহিলা মার্কেট’ চালাচ্ছেন পুরুষেরা

রংপুরের গঙ্গাচড়ায় নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে সরকারি অর্থায়নে নির্মিত তিনটি বিপণিবিতান যেন নামেই মহিলা মার্কেট। নারী ব্যবসায়ী না থাকার অজুহাতে সেখানে দোকান বরাদ্দ নিয়ে ব্যবসা করছেন পুরুষেরা।

উপজেলার গঙ্গাচড়া বাজার, বেতগাড়ী হাট ও মন্থনা বাজারে বিভিন্ন সময়ে নির্মাণ করা হয় বিপণিবিতান তিনটি। প্রতিটিতে রয়েছে ১২টি করে কক্ষ। এগুলো নির্মাণের পর থেকেই নিয়মনীতি উপেক্ষা করে দোকান বরাদ্দ দেওয়া হয়।

সরকারি নীতিমালায় বলা আছে, নারী বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ পরিবারের সদস্য, ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত নারী, বিধবা কিংবা ‘স্বামী পরিত্যক্ত’, পরিবারের প্রধান নারী যিনি ব্যবসা করতে আগ্রহী, অর্থনৈতিকভাবে অসচ্ছল এমন নারীদের মধ্যে দোকান বরাদ্দ দেওয়া হবে। কোনোভাবেই বরাদ্দ পাওয়া দোকান অন্য কারও কাছে হস্তান্তর করা যাবে না। কিন্তু বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, তদারকির দায়িত্বে নিয়োজিত হাট কমিটি ও ইউনিয়ন পরিষদের অবহেলার কারণে প্রায় সব দোকান পুরুষেরা পরিচালনা করছেন। স্থানীয় প্রভাবশালীরা তাঁদের নারী স্বজনের নামে দোকান বরাদ্দ নিয়ে ব্যবসা করছেন। আবার অনেকে ১০ থেকে ১৫ লাখ টাকা জামানত নিয়ে অন্য ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়েছেন।

তবে রহিমা নামের এক বিধবা নারী জানান, তিনি অসুস্থ থাকার কারণে তাঁর নামে বরাদ্দ কক্ষটিতে তিনি তাঁর ছোট ভাইয়ের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছেন।

এ বিষয়ে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু বলেন, ‘আমি নতুন চেয়ারম্যান। দোকানের ঘরগুলো অনেক আগে বরাদ্দ দেওয়া হয়েছিল। বরাদ্দের ব্যাপারে আমি কিছু জানি না। সহকারী কমিশনার (ভূমি) গঙ্গাচড়া অফিসে সব তথ্য আছে। সব কক্ষের ভাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারের (ভূমি) মাধ্যমে উত্তোলন করা হয়।’

ভাড়ার বিষয়ে নীতিমালায় বলা হয়েছে, হাট-বাজার ব্যবস্থাপনা কমিটি দোকানের প্রতি বর্গফুট হিসাবে ভাড়া নির্ধারণ করে দেবে। প্রাপ্ত ভাড়ার শতকরা ৫ ভাগ সরকারকে ভূমি রাজস্ব খাতে ট্রেজারি চালানের মাধ্যমে দিতে হবে। ভাড়ার ১৫ ভাগ বিপণিবিতানের রক্ষণাবেক্ষণে ব্যয় হবে। বাকি ৮০ ভাগ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কিংবা পৌর পরিষদের তহবিলে জমা হবে।’

যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, উপজেলা প্রশাসন অবৈধ দখলদারদের উচ্ছেদে কঠোর ব্যবস্থা নেবে। অবৈধ দখলদারেরা যত বড় প্রভাবশালী ও ক্ষমতাশালী হোক না কেন তা শক্ত হাতে দমন করা হবে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সম্পদ কোনোভাবেই কেউ হস্তক্ষেপ করতে পারবেন না বলেও জানান এই কর্মকর্তা।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ