Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

নিখরচায় হংকংয়ের ৮ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ

আবিদা সুলতানা শামীমা

নিখরচায় হংকংয়ের ৮ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের পিএইচডি করার জন্য বিশেষ সুযোগ দিচ্ছে হংকং। ‘হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৪-২৫’-এর আওতায় ৩৫০টি ফেলোশিপ করার সুযোগ দেবে দেশটি। আগ্রহী প্রার্থীরা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। 

হংকংয়ের রিসার্চ গ্র্যান্টস কাউন্সিল ২০০৯ সালে হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম চালু করে। এর লক্ষ্য হলো বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের হংকংয়ের বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি করার সুযোগ দেওয়া।

এই পিএইচডি করতে শিক্ষার্থীদের যত অর্থ প্রয়োজন হবে, তার সম্পূর্ণ ব্যয় বহন করবে দেশটি। ফলে শিক্ষার্থীদের কোনো ব্যয় বহন করতে হবে না। 

পিএইচডির ক্ষেত্র ও সময়কাল
পিএইচডির ক্ষেত্রগুলো হলো—সায়েন্স, মেডিসিন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স ও বিজনেস স্টাডিজ। এই প্রোগ্রামের সময়কাল তিন বছর। হংকংয়ের বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত সেপ্টেম্বর মাসে তাদের শিক্ষাবর্ষ শুরু করে। 

প্রার্থীর যোগ্যতা 
এই পিএইচডি প্রোগ্রামে অংশ নিতে হলে প্রার্থীকে বেশ কিছু শর্ত পূরণ করতে হয়। যেমন:
■    প্রার্থীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। 
■    আবেদনকারীর একাডেমিক ফলাফল ভালো হতে হয়। 
■    নেতৃত্বের গুণাবলি প্রদর্শন করতে হবে। 

যেসব বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে 
এই প্রোগ্রামে পিএইচডি করার জন্য প্রার্থীদের হংকংয়ের আটটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। সেগুলো হলো—
■    সিটি ইউনিভার্সিটি অব হংকং
■    হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি
■    লিংনান ইউনিভার্সিটি
■    দ্য চায়নিজ ইউনিভার্সিটি অব হংকং
■    দি এডুকেশন ইউনিভার্সিটি অব হংকং
■    দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি
■    দ্য হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
■    দি ইউনিভার্সিটি অব হংকং। 

সুযোগ-সুবিধা 
■    তিন বছর মেয়াদের এ প্রোগ্রামে প্রতিবছর একজন প্রার্থী ৪২ হাজার ৪৬০ মার্কিন ডলার উপবৃত্তি পাবেন। 
■    সম্মেলন ও গবেষণা-সম্পর্কিত ভ্রমণভাতা বাবদ পাবেন ১ হাজার ৭৬০ ডলার। 
■    যাঁদের পিএইচডি ডিগ্রি সম্পূর্ণ করতে তিন বছরের বেশি সময় প্রয়োজন হয়, তাঁদের নির্বাচিত বিশ্ববিদ্যালয়গুলো দ্বারা অতিরিক্ত সহায়তা দেওয়া হতে পারে। 

আবেদনের পদ্ধতি 
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের উল্লিখিত যেকোনো বিশ্ববিদ্যালয়ে সরাসরি আবেদন করতে হবে। ফেলোশিপ স্কিমের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয় থেকে সরবরাহ করা হবে। আবেদন করা যাবে এই ওয়েবসাইটে। বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে। 

আবেদনের সময়সীমা 
আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা আগামী ১ ডিসেম্বরের (হংকংয়ের সময় অনুযায়ী) মধ্যে আবেদন করতে পারবেন। 

অনুবাদ: আবিদা সুলতানা শামীমা

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ