খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক তাঁর মেয়াদের শেষ বাজেট ঘোষণা করবেন আজ বৃহস্পতিবার। আগামী বছরের মে মাসে কেসিসির ষষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই বিবেচনায় মেয়র খালেকের এই মেয়াদের শেষ বাজেট এটি। নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে মেয়র তাঁর পরিষদ নিয়ে এই বাজেট ঘোষণা করবেন।
কেসিসি সূত্রে জানা গেছে, এবারের বাজেটের পরিমাণ দাঁড়িয়েছে ৮৬২ কোটি টাকার। যা কেসিসির বিশেষ সভায় অনুমোদন পেয়েছে। এতে উন্নয়ন খাতে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে ৪৮২ কোটি টাকা। এর মধ্যে প্রধান তিনটি প্রকল্পের ব্যয় ৪২২ কোটি টাকা। কিন্তু কেসিসির পূর্ত বিভাগের বর্তমান স্বল্প জনবল দিয়ে এক বছরে এত উন্নয়নকাজ শেষ করা বাজেট বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে শঙ্কা রয়েছে।
কেসিসি সূত্রে আরও জানা গেছে, চলতি বাজেটে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১২০ কোটি টাকা। এ ছাড়া আগামী কেসিসি নির্বাচনের আগেই নগরীর সকল ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কারের কাজ শেষ করার উদ্যোগ গ্রহণ করেছেন মেয়র। এ জন্য কেসিসির গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্ত সড়ক উন্নয়ন প্রকল্পই বরাদ্দ রাখা হয়েছে ২০২ কোটি টাকা।
জানা গেছে, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আধুনিকায়ন এবং সড়কের পাশ থেকে ময়লা-আবর্জনা ফেলার স্থানগুলো সরিয়ে নিতে আগামী এক বছরের জন্য ব্যয় ধরা হয়েছে ১০০ কোটি টাকা।