Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

প্রবাসীর স্ত্রীকে জুতার মালা পরানোর অভিযোগ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

প্রবাসীর স্ত্রীকে জুতার মালা পরানোর অভিযোগ

বাগেরহাটের মোল্লাহাটে অনৈতিক কার্যকলাপের অভিযোগে এক প্রবাসীর স্ত্রীকে জুতার মালা পরিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে। গত মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। তবে গত বুধবার সন্ধ্যার দিকে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর থেকে লোক লজ্জায় গা ঢাকা দিয়েছেন ওই নারী ও তাঁর পরিবারের সদস্যরা। এ ঘটনা শোনার পরে বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিন্দ্য মণ্ডল ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তখন ওই নারীর সাক্ষাৎ পাননি এই কর্মকর্তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারীর এক প্রতিবেশী বলেন, সকালে ইউপি সদস্য কাউছার চৌধুরীসহ বেশ কিছু লোক এসে প্রবাসীর স্ত্রীর গলায় জুতার মালা পরিয়ে দেন। তাঁকে গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁরা মারধরও করেন। এ সময় স্থানীয় কয়েকজন মুঠোফোনে এই নির্যাতনের ভিডিও ধারণ করে।

‘ভিডিওতে আপনাকে ওই নারীকে পেটাতে দেখা যায়’ এমন প্রশ্নে ইউপি সদস্য কাউছার চৌধুরী বলেন, ‘আমি পেটাইনি। স্থানীয়রা পিটিয়েছেন।’

ইউপি সদস্য কাওসার চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে একাধিক মানুষের সঙ্গে ওই নারী অবৈধ সম্পর্ক করে আসছিল। গত সোমবার রাতে তাঁর প্রতিবেশী ও স্থানীয়রা এক লোকের সঙ্গে অসামাজিক অবস্থায় হাতেনাতে ধরে ফেলে। স্থানীয়দের খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে তিনি ওই এলাকায় যান। এলাকাবাসীই ওই নারীকে পিটিয়েছে। তিনি পেটাননি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিন্দ্য মণ্ডল ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার এসেছিলেন। এ ধরনের কাজ করতে নিষেধ করে গেছেন।

এ বিষয়ে ওই নারীর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। প্রতিবেশীদের দাবি, তিনি চিতলমারী উপজেলায় তাঁর ভাইয়ের বাড়ি আছেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, বিষয়টি শোনার পর থেকেই ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন বলেন, বিষয়টি শোনার পরই পুলিশকে অবহিত করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) আনিন্দ্য মণ্ডল ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ওই নারীকে তাঁরা খুঁজে পাননি। ওই নারীর পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ