Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

আজ ১০০ জন পাবেন করোনার বুস্টার ডোজ

সিলেট প্রতিনিধি

আজ ১০০ জন পাবেন করোনার বুস্টার ডোজ

সিলেট নগরীতে করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু আজ থেকে। যাঁদের বয়স ৬০ বছরের বেশি এবং যাঁরা কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে আছেন, তাঁদের করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) স্বাস্থ্য বিভাগ।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পরে বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ নিতে পারবেন। প্রথম দিন পরীক্ষামূলকভাবে ১০০ জনকে টিকার বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

জাহিদুল ইসলাম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মনোনীত ছয় হাজার জনের একটি তালিকা পাঠানো হয়েছে। যাঁদের মধ্যে রয়েছে ষাটোর্ধ্ব নাগরিক ও ফ্রন্ট লাইনাররা। তাঁদের মধ্য থেকে প্রথম ১০০ জনকে আজ টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে এই তালিকায় থাকা সবাইকে এসএমএস পাঠানো হবে এবং তারিখ অনুযায়ী টিকা দেওয়া হবে।

বুস্টার ডোজ হিসেবে কোন টিকা দেওয়া হবে জানতে চাইলে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ হিসেবে মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে তিনটি টিকার কথা। সেগুলো হচ্ছে ফাইজার-বায়োএনটেক, মডার্না এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা। এ ক্ষেত্রে টিকাগ্রহীতার টিকা বেছে নেওয়ার সুযোগ নেই। বর্তমানে আমাদের কাছে ফাইজারের টিকার পর্যাপ্ত মজুত থাকায় আমরা ফাইজারের টিকাই দেব।’

জাহিদুল ইসলাম আরও জানান, মন্ত্রণালয়ের এক নির্দেশনায় জানানো হয়েছে প্রতিদিন রুটিন টিকার সঙ্গে বুস্টার ডোজ দেওয়ার জন্য।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ