বিনোদন প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির বিভিন্ন নেতার সঙ্গে কয়েকজন নায়িকার সম্পর্কের খবর ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায়ও তাঁদের নিয়ে ওঠে নিন্দার ঝড়। পুরো ঘটনায় বেশ বিব্রত অভিযুক্ত নায়িকারা। সামাজিকভাবে হয়রানির কারণে শেষ পর্যন্ত আইনের দ্বারস্থ হয়েছেন চিত্রনায়িকা জাহারা মিতু ও শিরিন শিলা।
২০২৩ সালে বইমেলায় জাহারা মিতুর কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ওবায়দুল কাদের। সেই ঘটনার রেশ ধরে সম্প্রতি খবর ছড়িয়ে পড়ে, ওবায়দুল কাদেরের সঙ্গে সম্পর্ক ছিল মিতুর। সেই খবরের রেশ কাটতে না কাটতে নতুন খবর, বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক রয়েছে মিতুর। এমন খবরের পর সামাজিকভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে জানান নায়িকা। মিতু জানিয়েছেন, ইতিমধ্যে থানায় সাধারণ ডায়েরি করেছেন। জাহারা মিতু বলেন, ‘আমাকে নিয়ে যেসব খবর ছড়িয়েছে, সেগুলোর কোনো ভিত্তি নেই। পুরোপুরি মিথ্যা। ভিউ-বাণিজ্যের কারণেই কাদের সাহেবকে জড়িয়ে আমাকে নিয়ে নিউজ করা হয়েছে। আমি কখনোই মন্ত্রিপাড়ায় যাইনি।
এ বিষয়ে কেউ কোনো প্রমাণ দিতে পারবে না। এমন খবর প্রকাশের পর সত্য-মিথ্যা যাচাই না করে অনেকে নেতিবাচক সমালোচনা করছে, সামাজিকভাবে আমি হেয়প্রতিপন্ন হচ্ছি। জানি, এসব সত্যি নয়, আমিও কোনো ভুল করিনি। কোনো দুর্বলতা থাকলে আমি হয়তো গা ঢাকা দিতাম, ফোন বন্ধ করে রাখতাম। আমি নিজের জায়গায় সৎ আছি বলেই এসব না করে আইনের দ্বারস্থ হয়েছি। যিনি প্রথম এই নিউজ করেছেন, তাঁর বিরুদ্ধে আইনিভাবেই কথা বলতে চাই।’