Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

দেবাশীষের বিজলী হচ্ছেন বুবলী

বিনোদন প্রতিবেদক, ঢাকা

দেবাশীষের বিজলী হচ্ছেন বুবলী

গত বছরের শেষ দিকে শাকিব খানের সঙ্গে বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আসার পর কাজ চালিয়ে গেলেও গণমাধ্যম থেকে কিছুটা আড়ালেই চলে যান চিত্রনায়িকা শবনম বুবলী। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমার শুটিং শেষে প্রচারে অংশ নিতে গিয়ে নীরবতা ভেঙে গণমাধ্যমের সামনে আসেন এই নায়িকা। প্রহেলিকায় তিনি অভিনয় করেছেন অভিনেতা মাহফুজ আহমেদের বিপরীতে। এবার নতুন এক সিনেমায় চুক্তিবদ্ধ হলেন বুবলী। ‘তুমি যেখানে আমি সেখানে’ শিরোনামের সিনেমাটি পরিচালনা করবেন দেবাশীষ বিশ্বাস। এতে তাঁর চরিত্রের নাম বিজলী। চঞ্চল প্রকৃতির মেয়ে বিজলী জীবনযুদ্ধে বারবার প্রতারিত হয়েছে। তাই সে বেছে নিয়েছে প্রতারণার আশ্রয়।

নতুন সিনেমাটি নিয়ে বুবলী বলেন, ‘দেবাশীষ বিশ্বাস অনেক জনপ্রিয় একটি নাম আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে। তার পরিচালনায় প্রথমবার কাজ করতে যাচ্ছি। আশা করছি দর্শকের জন্য উপভোগ্য একটি সিনেমা নিয়ে আসতে পারব আমরা।’

দেবাশীষ বলেন, ‘বুবলীকে নিয়ে প্রথমবার সিনেমা করতে যাচ্ছি। সিনেমার প্রধান নারী চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমার গল্প ও চরিত্র বুবলী পছন্দ করেছে। আশা করছি আমাদের যাত্রা আনন্দময় ও সফল হবে।’

চিত্রনায়িকা শবনম বুবলী‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমায় বুবলীর বিপরীতে কে থাকছেন সেটি এখনো জানাননি দেবাশীষ বিশ্বাস। দ্রুতই নায়কের নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন তিনি। বুবলী ছাড়া সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন মিশা সওদাগর, রেবেকা, সীমান্ত, কাবিলা প্রমুখ।

পরিচালক দেবাশীষ বিশ্বাস‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমাটি তৈরি হবে নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে। এতে মেকআপের দায়িত্ব পালন করবেন দেবাশীষ বিশ্বাসের মা গায়ত্রী বিশ্বাস। জানা গেছে, আগামী মে মাসে সিনেমার শুটিং শুরু হবে। এখন চলছে সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ