গত বছরের শেষ দিকে শাকিব খানের সঙ্গে বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আসার পর কাজ চালিয়ে গেলেও গণমাধ্যম থেকে কিছুটা আড়ালেই চলে যান চিত্রনায়িকা শবনম বুবলী। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমার শুটিং শেষে প্রচারে অংশ নিতে গিয়ে নীরবতা ভেঙে গণমাধ্যমের সামনে আসেন এই নায়িকা। প্রহেলিকায় তিনি অভিনয় করেছেন অভিনেতা মাহফুজ আহমেদের বিপরীতে। এবার নতুন এক সিনেমায় চুক্তিবদ্ধ হলেন বুবলী। ‘তুমি যেখানে আমি সেখানে’ শিরোনামের সিনেমাটি পরিচালনা করবেন দেবাশীষ বিশ্বাস। এতে তাঁর চরিত্রের নাম বিজলী। চঞ্চল প্রকৃতির মেয়ে বিজলী জীবনযুদ্ধে বারবার প্রতারিত হয়েছে। তাই সে বেছে নিয়েছে প্রতারণার আশ্রয়।
নতুন সিনেমাটি নিয়ে বুবলী বলেন, ‘দেবাশীষ বিশ্বাস অনেক জনপ্রিয় একটি নাম আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে। তার পরিচালনায় প্রথমবার কাজ করতে যাচ্ছি। আশা করছি দর্শকের জন্য উপভোগ্য একটি সিনেমা নিয়ে আসতে পারব আমরা।’
দেবাশীষ বলেন, ‘বুবলীকে নিয়ে প্রথমবার সিনেমা করতে যাচ্ছি। সিনেমার প্রধান নারী চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমার গল্প ও চরিত্র বুবলী পছন্দ করেছে। আশা করছি আমাদের যাত্রা আনন্দময় ও সফল হবে।’