বিজয়ের ৫০ বছর উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে কুমিল্লা ফটো সাংবাদিক ফোরাম। গত বৃহস্পতিবার রাতে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল। এতে বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন ও সৈয়দ তোফাজ্জল হোসেন চিশতিকে সংবর্ধনা দেওয়া হয়।
কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের আহ্বায়ক নীতিশ সাহা।
এ সময় বক্তব্য দেন দৈনিক সমাজ কণ্ঠের সম্পাদক জসিম উদ্দিন চাষী, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সালাউদ্দিন সুমন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাধীনতার কবিতা আবৃত্তি করে শিশু আবৃত্তিকার সাকিরা তাপসী ও সারিকা তাপসী।