প্রায় দেড় যুগ পর খাগড়াছড়ির মহালছড়ি-জালিয়াপাড়া সড়কে যাত্রী নিয়ে পিকআপ চলাচল শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। বিষয়টি নিশ্চিত করেছেন মহালছড়ি পিকআপ সমিতির নেতা মো. মাহাবু আলম মামুন।
সাড়ে ১৫ কিলোমিটার দীর্ঘ সড়ক সংস্কারে উদ্যোগ নেয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। গত বছরের জানুয়ারি থেকে শুরু করে চলতি বছরে জানুয়ারি সংস্কার শেষ করেছে সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (ইসিবি)।
পিকআপ সমিতির পক্ষে সড়কের লাইনম্যান মেহেদি হাসান বলেন, বৃহস্পতিবার সকাল ৮টার পর মহালছড়ি নিচের বাজার বাসস্টেশন থেকে আধ ঘণ্টা পর পর গুইমারা উদ্দেশ্যে গাড়ি ছাড়বে। প্রথমে গুইমারা পর্যন্ত এই গাড়ি চালু করা হচ্ছে। পরবর্তীতে মানিকছড়ি, রামগড়সহ অন্য এলাকায় যাত্রী পরিবহনের পরিকল্পনা রয়েছে।