কক্সবাজারে পর্যটক ধর্ষককে অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। গতকাল শুক্রবার গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের লাহুরি গ্রামে আয়োজিত পৌষ মেলায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহবুব আলী বলেন, কক্সবাজারে পর্যটক ধর্ষণ এটি একটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
মেলার প্রধান অতিথি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমাদের ডাক্তাররা যদি মনে করেন তাঁর (খালেদা জিয়া) উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া প্রয়োজন। যদি এ কথা বলেন, আমাদের প্রধানমন্ত্রী নিশ্চিত ব্যবস্থা করবেন।’
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপউপাচার্য মো. শহীদুল্লাহ সিকদারের পৃষ্ঠপোষকতায় এ মেলার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মেজর (অবসরপ্রাপ্ত) আবু নাসের মো. ইলিয়াস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক সদস্য আজহারুল ইসলাম, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খান প্রমুখ।