Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

খাসজমি বরাদ্দের দাবি ভূমিহীনদের

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

খাসজমি বরাদ্দের দাবি ভূমিহীনদের

কুড়িগ্রামের উলিপুরে খাসজমি বরাদ্দের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভূমিহীন ও মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্যরা। গতকাল রোববার দুপুরে বাংলাদেশ খেতমজুর সমিতি উলিপুর উপজেলা শাখা ও ভূমিহীন সমিতি হাতিয়া ইউনিয়নের আয়োজনে এই কর্মসূচি হয়।

‘ভূমিহীনরা জোট বাঁধো-খাস জমি দখল কর, দাবি মোদের একটাই মাথা গোঁজার ঠাঁই চাই’ এই প্রতিপাদ্যে এই কর্মসূচিতে প্রায় দেড় শতাধিক ভূমিহীন ও মুক্তিযুদ্ধে একাধিক শহীদ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। মানববন্ধন ও বিক্ষোভ শেষে প্রশাসনের কাছে খাস জমির আবেদনসহ স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আনছার আলী, উপজেলা খেতমজুর সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক বিশ্বজিৎ কুমার সিংহ বাপ্পা, উপজেলা বাসদের আহ্বায়ক সাঈদ আখতার আমিন, ফজলুল হক মেম্বার, ভূমিহীন ও শহীদ পরিবারের সদস্য সুলদার আলী, আছমা বেগম, সুকুর আলী প্রমুখ। কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন প্রেসক্লাবের আহ্বায়ক লক্ষণ সেনগুপ্ত।

বক্তারা বলেন, প্রতিবছর উপজেলায় ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর ভাঙনের কারণে হাজার হাজার মানুষ জমিজমা ও বসতভিটা হারিয়ে ভূমিহীন হয়ে পড়েছেন। এসব মানুষ বাঁধের রাস্তায়, রেল লাইনের পাশে ও সরকারি রাস্তায় আশ্রয় নিলেও সেখান থেকে তাঁদের উচ্ছেদ করে দেওয়ার কারণে তাঁরা মানবেতর জীবন যাপন করছে। অথচ উপজেলার বিভিন্ন ইউনিয়নে শত শত একর সরকারি খাস জমি এলাকার প্রভাবশালীরা ভোগ দখল করছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ