ফরিদপুরের নগরকান্দায় বাবা মজিবর শেখের (৪৬) লাশ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে গেছে শেখ সোহেল রানা (১৬) নামের এসএসসির এক পরীক্ষার্থী। গতকাল রোববার সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান মজিবর শেখ।
সোহেল রানা ফরিদপুরের নগরকান্দা উপজেলার জুঙ্গুরদি গ্রামের বাসিন্দা। সে নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
জানা গেছে, গতকাল সকালে সোহেল রানার কৃষিশিক্ষা বিষয়ে পরীক্ষা ছিল। কিন্তু সকালেই তার বাবা হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। এ কথা শুনে সকালেই রানার কয়েকজন সহপাঠী তার বাড়িতে যায়। পরে রানার অনিচ্ছা থাকা সত্ত্বেও সহপাঠীরা তাকে নগরকান্দার শহীদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেসা বালিকা উচ্চবিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্র নিয়ে যায়।
রানার আত্মীয় মিজানুর রহমান বলেন, রানার বাবা পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন। আজ ভোরে হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। বিকেলেই আসরের নামাজের পর জুঙ্গুরদী কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
পরীক্ষাকেন্দ্রের সচিব মাহবুব আলী মিঞা বলেন, ‘যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে রানা পরীক্ষায় অংশ নিয়েছে। বাবা মারা যাওয়ায় সে অনেকটা ভেঙে পড়েছিল। আমরা পরীক্ষা চলাকালে সার্বক্ষণিক তার খোঁজখবর নিয়েছি।’