বিনোদন প্রতিবেদক, ঢাকা
ভাড়াটে ও বাড়িওয়ালার দ্বন্দ্বের কথা প্রায়ই শোনা যায়। এ সম্পর্কিত আইনের কোনো কার্যকারিতা না থাকায় অধিকাংশ ক্ষেত্রেই বাড়িওয়ালার ইচ্ছা অনুযায়ীই সব চলে। ক্ষেত্রবিশেষে কিছু বাড়িওয়ালা আর ভাড়াটের স্বৈরাচারী মনোভাব ও নিয়মনীতি লঙ্ঘন উভয়ের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়।
এ বিষয় নিয়ে ঈদের বিশেষ ইত্যাদিতে রয়েছে মজাদার একটি নাটিকা, যাতে অংশ নিয়েছেন মীর সাব্বির ও নাসির উদ্দিন খান। এই দুই অভিনেতার মনোজ্ঞ ও রসাল অভিনয়ে ফুটে উঠেছে বাড়িওয়ালা ও ভাড়াটের বিভিন্ন সমস্যা।
অন্যদিকে আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকম উদ্ভট কর্মকাণ্ডের মাধ্যমে অনেকেই ভাইরাল হতে চান। প্রথাগতভাবে তারকা না হয়েও কেউ কেউ হঠাৎ করে চলে আসেন লাইমলাইটে, হয়ে যান পরিচিত। এসব তথাকথিত ভাইরাল সেলিব্রিটিদের বিভিন্ন কার্যকলাপে কে কী মনে করল, কাজটি উচিত কি অনুচিত—সেদিকে লক্ষ্য না করে তাঁরা ব্যস্ত থাকেন ভিউ বাড়ানোর চেষ্টায়। এ রকমই কিছু অনলাইন সেলিব্রিটির চরিত্রে অভিনয় করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। এ পর্বটি পরিচালনা করেছেন অভিনেত্রী তানিয়া আহমেদ।
প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।