শেরপুরের নকলা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান লিটন তাঁর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন।
গতকাল মঙ্গলবার সকালে নকলা পৌরসভা মিলনায়তনে এ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে পৌর মেয়র হাফিজুর রহমান লিটন লিখিত বক্তব্যে বলেন, গত ২৮ নভেম্বর নকলা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচন চলাকালে ৪ নম্বর গৌড়দ্বার ইউপির ৯ নম্বর ওয়ার্ডের পাইস্কা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট চলাকালে সাংবাদিক জুবাইদুল ইসলাম সাধারণ সদস্য পদের এক প্রার্থীর পক্ষে ভোট প্রার্থণা করতে গেলে বিতর্ক শুরু হয়।
আমি সে সময় ঘটনাস্থলে হাজির হই এবং সাংবাদিক জুবাইদুলকে সেখান থেকে সরে যেতে বলি। এর পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ ও বিভিন্ন সংবাদমাধ্যমে আমাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়। যা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছি। আমি এ ঘটনার সুষ্ঠু প্রতিকার দাবি করছি।
সাংবাদিক জুবাইদুল ইসলাম বলেন জানান, সংবাদ সম্মেলনে মেয়র যে কথাগুলো বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি আমাকে লাঞ্ছিতের বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই এসব ভিত্তিহীন অভিযোগ আনছেন। আমি আমার পেশাগত দায়িত্ব পালনের জন্যই সেখানে গিয়েছিলাম।
কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে রাস্তায় তিনি ঘটনাটি ঘটিয়েছেন। আমাকে লাঞ্ছিতের পর জেলার অন্যান্য সাংবাদিকরা সেখানে যান।